রবিবার,২৮,এপ্রিল,২০২৪
33 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeসংগ্রামে সংগঠনস্বাধীন ফিলিস্থিনি রাষ্ট্রের দাবি মেনে নাও -বাংলাদেশ যুব মৈত্রী

স্বাধীন ফিলিস্থিনি রাষ্ট্রের দাবি মেনে নাও -বাংলাদেশ যুব মৈত্রী

নতুন কথা প্রতিবেদন: অবিলম্বে প্যালেস্টাইনে ইসলাইলী বাহিনীর বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশযুব মৈত্রী। প্যালেস্টাইনে ইসরাইলীর সামরিক বাহিনীর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে যুবমৈত্রীর নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিলেই ইসরাইল-প্যালেস্টাইনের এই রক্তক্ষয়ী সংকটের সমাধান হতে পারে।

আজ ১০ অক্টোবর বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্যালেস্টাইনে ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে যুব মৈত্রী আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।

যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের উপর এই হামলা মুলত বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মিত্রদের যুদ্ধনীতির অংশ মাত্র। গত কয়েকদিনে প্যালেস্টাইনে উপুর্যপরি নারকীয় হামলায় শিশু-নারীসহ সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা জানান বক্তারা। বিশ্বব্যাপী যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে বক্তারা বলেন, মার্কিনীদের সরাসরি ইন্ধনে বছরের পর বছর ধরে ইসলাইল প্যালেস্টাইনে হত্যাকান্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে ইসরাইলকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করার আহবান জানায় যুব মৈত্রীর নেতৃবৃন্দ। যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে বিশ্ববাসীকে অবস্থান নিতেও আহবান জানায় বক্তারা।

যুবমৈত্রীর সাধারণ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হোসাইন, যুব মৈত্রীর সাবেক সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল, যুব মৈত্রীর সহ-সভাপতি কায়সার আলম, সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোজ বাড়ৈ, দপ্তর দম্পাদক মাহবুদ রানা তরুন, ঢাকা মহানগর যুব মৈত্রী সভাপতি ওমর ফারুক সুমন, সাধারণ সম্পাদক মইনউদ্দিন আহমেদ রাসেল প্রমুখ।

সর্বশেষ