বুধবার,৮,মে,২০২৪
27 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪
Homeরাজনীতি‘কমরেড সাহিদ বহুমাত্রিক গুণাবলীর অধিকারী ছিলেন’

‘কমরেড সাহিদ বহুমাত্রিক গুণাবলীর অধিকারী ছিলেন’

দিঘলিয়া ওয়ার্কার্স পার্টির শোক সভা

নতুন কথা ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান ও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড শেখ সাহিদুর রহমানের স্মরণে শোকসভা ২৭ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় দেয়াড়া গ্রামের কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিঘলিয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং মোঃ লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পার্টির খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, কমরেড সাহিদ বহুমাত্রিক গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এদিকে তিনি খুলনা-৪ আসনের এমপি হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি পর পর ৩ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার সকল শ্রেণিপেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত ছিলেন। নেতৃবৃন্দ আরো বলেন, কমরেড সাহিদ একদিকে যেমনি ছাত্রদের প্রতি সহাভূতিশীল ছিলেন অন্যদিকে শ্রমিক-কৃষক অন্তঃপ্রাণ ছিলেন। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑপার্টির দিঘলিয়া উপজেলা শাখা সম্পাদক কমরেড হোসেন আলী, অধ্যাপক মনিবর রহমান, ওয়ার্কার্স পাটি খানজাহান আলী থানা কমিটির সদস্য কমরেড মোঃ শামীমুল ইসলাম, আওয়ামী লীগের দিঘলিয়া উপজেলা নেত্রী পাখি বেগম, প্রয়াতের পুত্র তুরান, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ সিরাজ সিকদার, শফিকুল রেয়াজ বাবলু, মোঃ আবুল হোসেন গেদু, মোঃ বাবলু ফকির প্রমুখ। শোকসভার শুরুতে প্রয়াত কমরেডের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভা শেষে দোয়া পরিচালনা করেন মোঃ হাতেম আলী।

সর্বশেষ