সোমবার,২৯,এপ্রিল,২০২৪
30 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeরাজনীতিতত্ত্বাবধায়ক সরকারকে কবর থেকে তুলে আনার সুযোগ নেই---ইনু

তত্ত্বাবধায়ক সরকারকে কবর থেকে তুলে আনার সুযোগ নেই—ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর দিয়েছিল। ১৯৯৬ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলও তারা মানেনি। কবর থেকে তত্ত্বাবধায়ক সরকারকে আর তুলে আনার সুযোগ নেই।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সঞ্চালনায় বক্তব্য দেন শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, হাজী ইদ্রিস ব্যাপারী, মুহিবুর রহমান, মফিজুর রহমান বাবুল, এ কে এম শাহ আলম, মনির হোসেন প্রমুখ।

ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নামে ছদ্মবেশে বিএনপির প্রক্সি সরকার আনার পাঁয়তারা চলছে। বিএনপি একাত্তর, পঁচাত্তর ও ২০০৪ সালের খুনিদের ক্ষমতার অংশীদার করতে চায়। রাজাকার ও খুনিদের ক্ষমতায় আনার রাজনীতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা এবং জামায়াত-বিএনপির ক্ষমতা পুনর্দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে।

সর্বশেষ