সোমবার,৬,মে,২০২৪
23 C
Dhaka
সোমবার, মে ৬, ২০২৪
Homeখেলাধুলাবিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপে জয়ের প্রত্যয় বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপে জয়ের প্রত্যয় বাংলাদেশের

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পরের ধাপে ওঠার লক্ষ্য পূরণে আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

খেলাধুলা প্রতিবেদন: গত সাফ চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনাল খেলার স্মৃতি এখনও টাটকা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে ড্রয়ের তৃপ্তিও সঙ্গী বাংলাদেশের। সন্তোষজনক এই ধারাবাহিক পারফরম্যান্সে অর্জিত আত্মবিশ্বাসে ভর করেই মালদ্বীপকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপ পেরুনোর স্বপ্ন দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

মালদ্বীপের মালেতে বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। ফিরতি লেগ আগামী ১৭ অক্টোবর, ঢাকায়।

১৪ বছরের না পারার বৃত্ত ভেঙে গত সাফে সেমি-ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেরা চারে ওঠার পথে গ্রুপ পর্বের দেখায় পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিল কাবরেরার দল।

আফগানদের বিপক্ষে গত সেপ্টেম্বরে প্রথম প্রীতি ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়টি ১-১ ড্র করে বাংলাদেশ।

কেবল এই আত্মবিশ্বাসে নয়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সমর্থকদের পাশে পাওয়ায় আরও উজ্জীবিত জামাল ভূঁইয়া। লক্ষ্য পূরণের জন্য সতীর্থদের কাছে বাংলাদেশ অধিনায়ক কেবল সেরা ফুটবল চাইছেন। 

“যেহেতু মালদ্বীপে অনেক বাংলাদেশি আছে, যারা দলকে সমর্থন করতে চায়, তাদের কারণে এখানকার আবহ (আমাদের জন্য) ইতিবাচক। একইভাবে এটি মালদ্বীপের হোম গ্রাউন্ড। তো এখানকার কন্ডিশন আমাদের কঠিনও হবে। তো মাঠে পারফর্ম করার পুরো বিষয়টি নির্ভর করছে খেলোয়াড়দের ওপর এবং আগামীকাল সেটা দিতেও হবে।”

গত সেপ্টেম্বরে এএফসি কাপের ম্যাচ খেলে দেশের ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতল মদ নিয়ে ধরা পড়েন বসুন্ধরা কিংসের পাঁচ খেলোয়াড়- আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তপু বর্মন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ।

শৃঙ্খলা ভাঙার অভিযোগে পাঁচ জনকেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে কিংস। নির্ভরযোগ্য এই পাঁচ জনকে ছাড়া মালদ্বীপ বাঁধা পেরুনোর চ্যালেঞ্জও এখন কাবরেরার সামনে।

মঙ্গলবার মালদ্বীপে পৌঁছে প্রস্তুতির সময় বেশি পায়নি বাংলাদেশ। মাত্র এক দিন (বুধবার) প্রস্তুতি নিয়েছে দল। সব প্রতিকূলতা পেরিয়ে বাছাইয়ের দ্বিতীয় ধাপে উঠতে মরিয়া কাবরেরা। তবে শিষ্যদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে মানা করছেন এই স্প্যানিশ কোচ।

“প্রথম লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ের পরের ধাপে কোয়ালিফাই করা। কেননা, সেটা করতে পারলে পরের ধাপে আমরা খুবই শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাব, যেটা আমাদের আরও ভালো দল হয়ে ওঠার জন্য ভালো চ্যালেঞ্জ হবে। সাফ চ্যাম্পিয়নশিপ এবং আফগানিস্তান ম্যাচের পর সম্ভবত আমরা আত্মবিশ্বাসের সেরা পর্যায়ে আছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হই, তাহলে মালদ্বীপ শাস্তি দিবে। এ বিষয়ে সমর্ক থাকতে হবে আমাদের।”

“আমরা মালদ্বীপকে খুব ভালোভাবে জানি, তাদের সামর্থ্যও ভালোভাবে জানি। নিজেদের খেলা নিয়ে আমরা আত্মবিশ্বাসী ,কিন্তু আগামীকাল কাদের মুখোমুখি হচ্ছি, সে বিষয়ে সচেতন। মালদ্বীপের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, তবে আশা করি আমরা আগামীকাল ভালো ফল পাব এবং উত্তোরোত্তর বেড়ে উঠব।”

সর্বশেষ