মঙ্গলবার,১৯,মার্চ,২০২৪
28 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeশিক্ষা সংস্কৃতিশিক্ষা৪ দফা দাবীতে ছাত্রমৈত্রীর সচিবালয় ঘেরাও ১৯ সেপ্টেম্বর

৪ দফা দাবীতে ছাত্রমৈত্রীর সচিবালয় ঘেরাও ১৯ সেপ্টেম্বর

ঢাকা প্রতিনিধিঃ “শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিনের অাওতায় অানা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করা, শতভাগ শিক্ষার্থীর চাকরিতে অাবেদনের বয়সসীমা বৃদ্ধি করা ও করোনাকাল বিবেচনায় ৫০% বেতন সেমিস্টার ফি মওকুফ করা”- এই ৪ দফা দাবীতে সচিবালয় ঘেরাও করবে বাংলাদেশ ছাত্রমৈত্রী। এসব দাবীতে বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অাগামী ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১১টায় এ কর্মসূচী পালন শেষে স্মারকলিপি প্রদান করা হবে।
উক্ত কর্মসূচি সফল করার জন্য দেশের শিক্ষার্থীদের প্রতি অাহবান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী অাব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক অতুলান দাস অালো। ছাত্রমৈত্রীর চলমান এই অান্দোলনকে জোরদার করার নিমিত্তে দেশের সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার অাহবান জানিয়েছেন ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

সর্বশেষ